ঘরেই তৈরি করুন হেয়ার ডাই How to make hair dye
মাজন, চুলের রঙ কিংবা লিপস্টিক। এসব কিনতে আমরা মাসে-মাসে কতো টাকা গচ্চা দিই? কোনো হিসাব আছে? নেই, তাই তো? আবার দেখা যায় অনেকে দোকান থেকে টুথপেস্ট কিনেও মনের মতো ঝকঝকে দাঁত পান না৷ ব্র্যাণ্ডের পর ব্র্যাণ্ড পাল্টেও মেটে না সমস্যা৷
এবার নিজে বাড়িতেই তৈরি করুন দাঁতের মাজন৷ আপনার দাঁতের উজ্জলতা আর হাসি থেকে চোখ ফেরাতে পারবেন না কেউ৷ শুধু মাজনই নয়। লিপস্টিক কিংবা হেয়ার ডাই সব কিছু ঘরোয়া পদ্ধতিতে বাড়িতেই তৈরি করে নেওয়া যায়। তাহলে আর গুচ্ছের টাকা খরচ করে বাজারের কেমিক্যাল কিনে কিনে চুল-ত্বকের বারোটা বাজাতে হবে না। দেখে নেওয়া যাক সেই সহজ পদ্ধতিগুলো।
উপকরণ:
কালো ওয়ালনাট পাউডার ১/৪ কাপ
তিন কাপ পানি
চা পাতা ভরা দু’-তিনটি টি ব্যাগ।
একটি চা পাতা ছাড়া টি ব্যাগ৷
প্রণালী: একটি পাত্রে পানি নিন৷ এবার ফাঁকা টি ব্যাগে কালো ওয়ালনাট পাউডার নিয়ে ছ’ঘণ্টা পানিতে ডুবিয়ে রেখে দিন৷ এবার ওই পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন৷ প্রতিদিন এইভাবে চুল ধুলে আপনার পাকা চুল প্রায় অদৃশ্য হয়ে যাবে৷ আপনি আরো কালো চুলের জন্য টি ব্যাগের লিকার পাতাও ব্যবহার করতে পারেন৷
0 comments: