দাগহীন ফর্সা ত্বক পেতে মাত্র ৩০ মিনিট Get stain resistant skin in just 30 minutes

November 24, 2017 Unknown 0 Comments


দাগহীন ফর্সা সুন্দর ও কোমল ত্বক চায়না এমন লোকের সংখ্যা নেই বললেই চলে। তাই আপনাকে একটু সচেতন ছোট ছোট দুই একটি পরিচর্চা করে নিজেকে সাজিয়ে নিন অপরুপ সুন্দর করে। আর মন কেড়ে নিন আপনার প্রিয় জনের আর নিজে থাকুন সতেজ সুন্দর। আর তাই দিনে বা রাতে নিজের জন্য মাত্র ৩০ মনিট আলাদা করে রাখুন।

প্রয়োজনীয় উপকরণ :
এক চা চামচ বেসন
পরিমাণমতো ভালো দুধ
এক চিমটি পরিমান হলুদের গুঁড়োআপনার ত্বক তৈলাক্ত হলে কয়েক ফোঁটা লেবুর রস
সামান্য একটু মধু

যেভাবে তৈরি করবেন:
সর্ব প্রথম আপনার ত্বক পরিষ্কার করে ধুয়ে নিন প্রয়োজনে ফেসওয়াস ব্যাবহার করে সুন্দর করে পরিষ্কার করুন।
এবার একটি পাত্রের মধ্যে উপরের উপকরনগুলো মিশিয়ে নিন ভাল মতো করে। তবে মধু মেশাবেন না।
সুন্দর করে পেস্ট তৈরি করুন । প্রয়োজন মতো দুধ মিশিয়ে নিন।
এটিকে ঘন পেস্টের মতো করে ফেলুন তাহলে এটি ব্যবহার উপযোগি হবে।

যেভাবে ব্যবহার করবেন :
তৈরিকৃত পেষ্টটি সমস্ত মুখমণ্ডলে ভালো করে মেখে নিন
ঘারে ও গলায় মেখে নিন
অপেক্ষা করুন ২০ মিনিট
পেষ্টটি শুকিয়ে গেলে তা আস্তে আস্তে ঘষে ঘষে তুলুন

এবার জল  দিয়ে ভালো করে মুখ, গলা ও ঘার পরিষ্কার করে ফেলুন। লক্ষ্য করুন আপনার মুখে আর হলুদের আভা আর নাই।
এবার রেখে দেয়া মধু হাতের আঙ্গুলে অল্প একটু করে নিয়ে মুখে ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাসেজ করতে থাকুন।
এভাবে ১০ মিনিট ধরে ম্যাসাজ করুন আর  হালকা গরম পানি দিয়ে আপনার মুখটা সুন্দর করে ধুয়ে ফেলুন।
এরপর আপনার ত্বকে ৪/৫ ঘণ্টা কোনো প্রসাধনী বা অন্য কিছু ব্যবহার করবেন না।
সপ্তাহে সর্বোচ্চ ২ দিন বা ১ দিন এভাবে ব্যাবহার করুন।
বেশি ভালো ফল পেতে রাতে করুন।
এভাবে ত্বকের যত্ন করুন মাত্র ৩০ মিনিট, সপ্তাহে ১ দিন বা ২ দিন আর হয়ে উঠুন লাবন্যময়ী সুন্দরী।
১ মাস পার হলে আপনি হবেন অকর্ষনীয় আর কোমল সুন্দর ত্বকের অধিকারী।

0 comments: