শীতে ঘরেই করুন স্টিম ফেসিয়াল Make the stem facial In the winter

November 23, 2017 Unknown 0 Comments


গরম জল  ভাপ মুখে নিলে ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। তাই শীতের সময় ফেসিয়ালের মধ্যে স্টিম ফেসিয়াল ত্বকের জন্য খুবই উপকারী। কেননা উত্তপ্ত বাষ্প রোমকূপকে প্রসারিত করে। ফলে ধুলো ময়লা ও অবাঞ্ছিত তৈলাক্ত পদার্থ আটকে থাকা সব ময়লা পরিষ্কার হয়ে যায়। আর শীতের সময় যেহেতু আমাদের ত্বকে মড়া কোষ বেশি জমে তাই এটা দূর করার জন্য বেশি কাজে দেয় স্টিম ফেসিয়াল। কারণ শীতের সময় ঠাণ্ডা স্ক্রাব করার কথা অনেকেই চিন্তা করতে পারেন না। তবে বার বার পার্লারে যাওয়ার সময় না পেলে ঘরে পসেই করতে পারেন স্টিম ফেসিয়াল আসুন শিখে নেয়া যাক, ঘরে বসে স্টিম ফেসিয়াল করার সহজ নিয়ম –

. প্রথমে মাথার চুল পেছন দিকে আঁচড়ে বেঁধে নিতে হবে।
. একটা বড় গামলায় অর্ধেকটা ফুটন্ত গরম জল  নিন।
. একটা বড় তোয়ালে পিঠের দিক থেকে মাথার উপরে টেনে গামলা ঢেকে দিন যাতে বাষ্প বেরিয়ে যেতে না পারে।       অনেকটা তাবুর মতো করে তোয়ালে দিয়ে গামলার ওপর ঝুঁকে মাথা ঢেকে দিন।
. এসময় চোখ দুটো বন্ধ রাখতে হবে।
. মাঝে মাঝে তোয়ালে সরিয়ে প্রয়োজনীয় শ্বাস নেয়া যাবে।
. মাঝে মাঝে চামচ দিয়ে জল  নেড়ে নিলে বেশি করে বাষ্প উঠতে থাকবে। এভাবে ১০ মিনিট ভাপ নিতে হবে।

 এছাড়া জল  কিছু প্রাকৃতিক উপাদান মেশাতে পারেন।
যেমন - ১ চামচ যোয়ান, ২টি লেবুর রস অথবা খোসা, ২ চামচ থেঁতো মৌরি।
এগুলো আপনার ত্বকের যত্নে দারুণ ভূমিকা পালন করবে।ভাপ নেওয়া শেষ হলে ঠাণ্ডা জল  ঝাপটা দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর তোয়ালে দিয়ে ত্বক মুছে নিন। সব শেষে ময়েশ্চারাইজার ক্রিম মেখে নিন। হয়ে গেল স্টিম ফেসিয়াল।

0 comments: